আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ তহা বাজারে আগুন ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে -ব্যবসায়ীদের দাবি ক্ষতি ১০ কোটি টাকা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র তহাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ফায়াস সার্ভিসের ৫টি ইউনিট ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অগ্নিকান্ডে বাজারের রেডিমেড পোষাক, খাদ্যশষ্য ও মুদি দোকানসহ প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান মালামালসহ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০কোটি টাকার মালামালসহ নগদ টাকা পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে সদরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ৪টি ইউনিট কাজ শুরু করে ৩ ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাজারের দোকানদারদের আহাজারি পরিবেশ ভারি করে তোলে।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান, প্রায় ২৫-৩০টি ছোট ছোট ঘর আগুনে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ