করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন কনসেন্টেটর মেশিন দিলো রেডক্রিসেন্ট
- ১২ই জুলাই ২০২১ রাত ০৯:১৬:২৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন কনসেন্টেটর মেশিন দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। সোমবার দুপুর ১২ টায় সিভিল সার্জনের কার্য্যালয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর হাতে মেশিন তুলে দেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান সদস্য আব্দুল হাকিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু, যুবপ্রধান সুমাইয়া ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিককেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, ডা. শাহনাজ খাতুন।
চাঁপাইনবাবগঞ্জের করোনা সংক্রমণ রোধে ও পরিস্থিতিতে জেলায় চিকিৎসা সামগ্রী, খাদ্য সহায়তা, সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে প্রচার ও মাস্ক বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি। ।
								
								
								
								
							 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য