আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে চলমান জুলাই মাসের প্রথম ১০ দিনে শনাক্তের হার কমেছে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে চলতি জুলাই মাসের প্রথম ১০ দিনে করোনা ভাইরাসের সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে। তবে এতে স্বস্তির ঢেকুর তোলার কিছু নেই। কারণ, সারাদেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমেনি। তাই বিধিনিষেধ মেনেই চলতে হবে সবাইকে। তাহলেই সংক্রমণের হার নিম্নমুখী রাখা যাবে। এমনইটাই বলছে জেলার স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন অফিসের দৈনিক পরিসংখ্যানে জানা যায়, চলতি জুলাই মাসের গত ১০ দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার ছিল- ১ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২৭.০৫ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ০৯.৭৭ শতাংশ; ২ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২৭.২২ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ১০.৭১ শতাংশ; ৩ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২৯.৪৭ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯.৪৩ শতাংশ ও জিন এক্সপার্ট টেস্টে শতভাগ; ৪ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২১.০৫ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ০৮.৭৯ শতাংশ; ৫ জুলাই আরটি-পিসিআর টেস্টে ১৮.৫১ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০.৫৫ শতাংশ ও জিন এক্সপার্ট টেস্টে ৩৩.৩৩ শতাংশ; ৬ জুলাই আরটি-পিসিআর টেস্টে শনাক্তের হার ১৫.৬৫ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১.৮১ শতাংশ; ৭ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২০ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০.১৭ শতাংশ; ৮ জুলাই আরটি-পিসিআর টেস্টে ২০ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০.১৭ শতাংশ; ৯ জুলাই আরটি-পিসিআর টেস্টে ১০.৫২ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১.১১ শতাংশ এবং ১০ জুলাই আরটি-পিসিআর টেস্টে ০৭.২৭ শতাংশ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ০৮.৬০ শতাংশ।
গত মাসের প্রথম সপ্তাহে শনাক্তের হার ছিল ৫৬.৯২ শতাংশ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ