আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

কঠোর লকডাউনের ৯ম দিন : চাঁপাইনবাবগঞ্জে ১১৬ মামলায় ৮৭ ৬৫০ টাকা জরিমানা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধের ৯ম দিন শুক্রবার অতিবাহিত হয়েছে। প্রতিদিনের মতো গতকালও জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করছে সেনা বাহিনী। সরকারি নির্দেশনা অমান্য করে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়েছেন, যাদের গাড়ির সঠিক কাজপত্র ছিলনা তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জেরার মুখে পড়তে হয়েছে। অনেককেই গুনতে হয়েছে জরিমানা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, আজ (গতকাল) শুক্রবার জেলাজুড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। একই সময় বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ১১৬টি মামলা দায়ের করা হয় এবং সবমিলিয়ে ৮৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ