চাঁপাইনবাবগঞ্জে সিভিল প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছে সেনাবাহিনী
- ৮ই জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:৩৯:২০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধের ৮ম দিন বৃহস্পতিবার (৮জুলাই) চাঁপাইনবাবগঞ্জেও অতিবাহিত হয়েছে। প্রতিদিনের মতো জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে প্রশাসন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করছে য সেনানীবাসের ১১ পদাতিক ডিভিশনের সদস্যরা।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়। এই অভিযানে সহযোগিতা করেন ক্যাপ্টেন আশিক বিন আজাদের নেতৃত্বে সেনাসদস্যরা। দুপুরে শান্তিমোড়ে হোটেল তামান্নাসহ অন্যান্য খাবার হোটেলকে সতর্ক করা হয়। বিধিনিষেধ অমান্য করায় ১১জনকে জরিমানা করা হয়। এসময় সেনাবাহিনীর সদস্যরা করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। পরে হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সিভিল প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী। পাশাপশি সেবামূলক কাজও করছেন সেনাবাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কানসাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নওশীন সালসাবিল শামিরার নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবা প্রদান করেন। ওই এলাকার শতাধিক দরিদ্র মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয় বলে জানান ডা. ক্যাপ্টেন শামিরা। এই টিমে আরো ছিলেন ২ জন মেডিকেল অ্যাসিসটেন্ট ও ৫ জন সেনা সদস্য।
০ টি মন্তব্য