ডিসি অফিসে ভিড় জমানো অভাবি মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক
- ৭ই জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:৩৯:১৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
ত্রাণ পাওয়ার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভিড় করা ২২১ জন অভাবি নারী-পুরুষকে বুধবার (৭ জুলাই) ত্রাণ দিয়েছে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। খোঁজ নিয়ে জানা যায়, এসব মানুষ পৌর এলাকার কয়েকটি রেলবস্তি ও আলীনগর এলাকার মানুষ। ত্রাণের মধ্যে ছিল চার কেজি চাল, এক কেজি করে আলু, হাফ কেজি মুুসরের ডাল, চিনি, এক প্যাকেট লাচ্চা সেমাই, আধা লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রবিন মিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুল হক, চন্দন কর ।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, বেলা ১১টার দিকে অফিসে আসার সময় দেখি, ত্রাণের আশায় অনেক নারী-পুরুষ ভিড় জমিয়েছেন। তাঁদের তালিকা করে ২২১ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
০ টি মন্তব্য