আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ষষ্ঠ দিনে ১০২ মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন মঙ্গলবার অতিবাহিত হয়েছে। মঙ্গলবার ও জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিধিনিষেধ অমান্য করে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের অনেককেই আইন-শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। অনেককেই গুণতে হয়েছে জরিমানা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর জানান, মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করায় জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০২ জনের বিরুদ্ধে ১০২টি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছ থেকে সবমিলিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে সড়ক-মহাসড়কে বন্ধ থাকার কথা থাকলেও কিছু কিছু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। চলাচল করেছে বিধিনিষেধের আওতামুক্ত পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবহন। অন্যদিকে গণপরিবহন, দোকানপাট, অফিস আদালত বন্ধ ছিল। তবে খাবার হোটেল, কাঁচাবাজার ও ওষুধের দোকান বিধিনিষেধ মেনে খোলা থাকতে দেখা গেছে।

গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী বিধিনিষেধের ষষ্ঠ দিনেও কঠোর অবস্থানে ছিল। মঙ্গলবার উপজেলার ৮টি ইউনিয়নসহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। লকডাউনে উপজেলার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও গোপনে অনেককে দোকান খুলতে দেখা গেছে। রাস্তাঘাটে পণ্যবাহী যানবাহনের সাথে সাথে ব্যাটারিচালিত ছোট ছোট যানবাহন ও জনসাধারণকে চলাচল করতে দেখা যায়।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও সেনাবাহিনীকে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ৮ জনকে অর্থদ- দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ৮টি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ