আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান আর নেই
- ৬ই জুলাই ২০২১ সকাল ০৭:৩১:৩৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান আর নেই। মঙ্গলবার (৬জুন) ভোর ৫টায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৬জুন) সকাল সাড়ে ১১টায় ফুড অফিস মোড়ে প্রথম নামাজে জানাজা ও দুপুর দু'টায় টিকরামপুর গোরস্থানে নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য