চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৮৬ মামলায় ৪২৮৫০ টাকা জরিমানা
- ৩রা জুলাই ২০২১ রাত ০৮:৪৩:২৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও কঠোর বিধি নিষেধের ৩য় দিন শনিবার (৩ জুলাই) অতিবাহিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি যারা সরকারি নির্দেশনা অমান্য করেছে তাদেরকে জরিমানাও করা হয়েছে।
অন্যদিনের মতো শনিবারও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্কাউটস সদস্যরাও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ জানান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা প্রশাসনের ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে সবমিলিয়ে ৪২ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জারি করা বিধি নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
০ টি মন্তব্য