আজ বৃহঃস্পতিবার, ১৯শে আষাঢ় ১৪৩২, ৩রা জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ৯৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলার ৯৭ জনের নমুনা আরটি-পিসিআর পরীক্ষায় ২৫ জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এর ভাইরোলজি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন এই নমুনাগুলো সংগ্রহ করে গত ২১ জুন ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার পরীক্ষা শেষে সিভিল সার্জন অফিসে এই ফলাফল আসে। শনাক্তের হার প্রায় ২৬ শতাংশ।

সূত্রটি আরো জানায়, এই ৯৭ জনের মধ্যে সদর উপজেলার ৪৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন শনাক্ত হয়েছে। শিবগঞ্জ উপজেলার ১২টি নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত হন। গোমস্তাপুর উপজেলার ২১টি নমুনা পরীক্ষায় ৫ জন শনাক্ত হয়েছে। এছাড়া নাচোল উপজেলার ১৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ