চাঁপাইনবাবগঞ্জে ভূমিসহ ঘর পাচ্ছে আরও ২৬১৯ পরিবার
- ১৭ই জুন ২০২১ বিকাল ০৫:০৩:৪৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হচ্ছে। ২০ জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভূমিহীন ও গৃহহীন ২৬১৯ পরিবারকে দেয়া হচ্ছে নতুন বাড়ি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী শেখ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হক, সহকারী কমিশনার চন্দন কর।
সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬১৯ ঘরের মধ্যে ১০৭০ টি ঘর ইতোমধ্যে বসবাস উপযোগী করা হয়ে গেছে । শীঘ্রই বাকি ঘরগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে ।
তিনি আরো জানান, ইতোমধ্যে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী ২০ জুন তিনি দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে (স্বামী ও স্ত্রীর যৌথ নামে) বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
০ টি মন্তব্য