তাজকির-উজ জামানকে বিদায় দিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা
- ১৪ই জুন ২০২১ সন্ধ্যা ০৬:৫৯:২৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক এ. কে.এম. তাজকির-উজ-জামানকে বিদায় সংবর্ধনা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। সোমবার বিকেলে মেয়রের রুমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেযর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ মোঃ নুরুল ইসলাম মিনহাজ,প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, সচিব মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ রোকুনুজ্জামন, মেডিকেল অফিসার ডা. ওলিউল ইসলাম, কাউন্সিলর আব্দুল বারেক, মোঃ জাহাঙ্গীর আলম, মতিউর রহমান মটন, জিয়াউর রহমান আরমান, টাউন প্লানার মোঃ ইমরান হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ. কে.এম. তাজকির-উজ-জামান জানান, প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকতে হবে। সে স্বপ্নটি হবে সে কি হতে চায় ভবিষৎ জীবনে সে করবে। এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। যেমন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এখানে জনগনের নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরসভাকে কিভাকে সাজাতে হবে , পৌরসভার উন্নয়নে কি কি পরিকল্পনা রয়েছে সবগুলোকে একত্রে করে কাজ করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা যে কাজটা করছি সেটা মন দিয়ে করতে হবে। আপনি কোথায় কি করছেন, এটা খুবি জরুরি। পৌরসভায় কাজ করলে সে পৌরসভার নিয়মিত সমস্যা সম্ভাবনা নিয়ে ভাবতে হবে।
উল্লেখ্য স্থানীয় সরকারের উপপরিচালক এ. কে.এম. তাজকির-উজ-জামান ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হয়ে যোগদান করেন। এবং ২০২১ সালের মার্চ মাসে তিনি উপ-সচিব পদে পদোন্নতি পান। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের উন্নয়ন, পর্যটন, সাহিত্য ও সাংস্কৃতিক কালচার, জেলার বিভিন্ন বিভিন্ন্ বিষয় নিয়ে প্রকাশনা করেন। এর মধ্যে আমার বিদ্যালয়, অগ্নি স্বাক্ষর, তৃণমূল বার্তা, জেলার পর্যটন শিল্পকে উন্নত করতে চলো বেড়াই, অ্যাপস্ দূরে কোথাও, চাঁপাইনবাবগঞ্জ পর্যটন গাইড, বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম নিয়ে কাজ চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তিনি ভিন্নধর্মী মঞ্চ, সাজসজ্জা, আলোক সজ্জা করেন। স্থানীয় সরকারের উপপরিচালক এ. কে.এম. তাজকির-উজ-জামানের আগামীর কর্মস্থল অর্থমন্ত্রনালয়ে উপসচিব হিসাবে যোগদান করবেন।
০ টি মন্তব্য