আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নগদ অর্থ সহায়তা

মেহেদি হাসান

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিড ১৯ এর কারণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে  নগদ অর্থ বিতরণ  করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪০০জন গরীব অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ সহায়তা হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়েছে।

৮জুন (মঙ্গলবার) সকালে পৌরসভা চত্বরে এসব নগদ অর্থ সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, নগদ অর্থ সহায়তা কমিটির আহবায়ক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল ইসলাম নিখিল, প্রশাসনিক কর্মকর্তা নুরে আলম, উপজেলা কৃষি সহকারী (ট্যাগ অফিসার) আব্দুল মতিন, সহকারী হিসাব রক্ষক আব্দুর রাকিব , ক্যাশিয়ার আব্দুল বাসির, সমন্বয়কারী মোঃ ফারুক আহমেদ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে  কোভিড ১৯ এর কারণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে  ৪০০ জনকে নগদ ৫০০টাকা করে ২ লাখ টাকা দেয়া হল। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ