সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিলেন মুখলেসুর রহমান
- ৭ই জুন ২০২১ দুপুর ০২:২৮:৩২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটের রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ২০ টি অক্সিজেন সিলিন্ডার, ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০ টি অক্সিজেন ফ্লো মিটার, ১০ টি ন্যাসাল ক্যানুলা, ২০ টি অক্সিজেন ফেস মাস্কসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুমিনুল হকের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান।
সোমবার ৭ জুন সকালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়কের রুমে এসব চিকিৎসা সামগ্রী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর হাসপাতালের আর এম ও ডা. নাদিম সরকার, করোনা ইউনিটের তত্বাবধায়ক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুমিনুল ইসলাম হাসপাতালের জন্য ইসিজি মেশিনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রয়োজন আছে বলে জানালে মোঃ মোখলেসুর রহমান তা দ্রুত দেওয়ার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য মোঃ মোখলেসর রহমান করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগের সময় পৌরবাসীর জন্য তিনি সাহায্য সহযোগিতা করে আসছেন।
০ টি মন্তব্য