আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি দেখে গেলেন ডা. সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শন করে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোবাবর ৬ জুন তিনি চাঁপাইনবাবগঞ্জে একদিনের সরকারি সফরে আসেন। দুপুরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসতপাল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি বলেন-করোনার ধরণ যাই হোকনা কেন, স্বাস্থ্যবিধি মানতেই হবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তিনি বলেন-স্বাস্থ্য বিধি না মানলে, মাস্ক ব্যবহার না করলে করোনা রোধ করা সম্ভব নয়। তিনি লকডাউনে পরিস্থিতি স্থিতিশীল থাকায় সন্তষ প্রকাশ করেন। এসময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার দুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম রাব্বানী, সদর হাসপাতালে আরএমও নাদিম সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজশাহী বিমানবন্দর থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পরিদর্শন করেন। এ-সময় তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ফ্লোরা করোনারোধে বিভিন্ন পরামর্শ দেন। বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ