চাঁপাইনবাবগঞ্জে ১৭৬ টি নমুনা পরীক্ষা করে ১০৮জনের করোনা পজিটিভ
- ৫ই জুন ২০২১ রাত ০৮:১৩:৫৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করেছে। আজ শনিবার ৫ জুন আরো ১৭৬ টি নমুনা পরীক্ষা করে ১০৮জন শনাক্ত হয়েছে। গত ২ ,৩ ও ৪ জুন নমুনাগুলো সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুল নাহার ও ডা, কে এইচ ফয়সাল আলম স্বাক্ষরিত পত্রটি ই-মেইল যোগে পাওয়া গেছে। আক্রান্তরা শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার। আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেশি।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আরো এক সপ্তাহের লকডাউন কঠোর ভাবে পালিত হচ্ছে।
০ টি মন্তব্য