সদর হাসপাতালের করোনা ইউনিট ৫০ বেডে উন্নীত
- ৫ই জুন ২০২১ দুপুর ০১:৪৯:৪৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিটের ৩০ থেকে ৫০ বেডে উন্নীত করা হয়েছে । আগামীকাল ৬জুন রোববার সকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাই নবাবগঞ্জের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মমিনুল হক ও করোনা ইউনিটের দায়িত্বথাকা ডা. নাহিদ ইসলাম মুন।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য