চাঁপাইনবাবগঞ্জে ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ৭৪জনের করোনা পজিটিভ
- ২রা জুন ২০২১ রাত ০৯:১৬:০৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করেছে। আজ বুধবার ২মে আরো ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ৭৪জন শনাক্ত হয়েছে। গত ২৫,২৭,২৮,২৯.৩০, ৩১,১ ও ২ মে নমুনাগুলো সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুল নাহার ও ডা, কে এইচ ফয়সাল আলম স্বাক্ষরিত পত্রটি ই-মেইল যোগে পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীকে বার বার ফোন দিয়েও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আরো এক সপ্তাহের লকডাউন কঠোর ভাবে পালিত হচ্ছে।
০ টি মন্তব্য