চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনা ইউনিটে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের সরবরাহের উদ্বোধন
- ২রা জুন ২০২১ সন্ধ্যা ০৬:১০:১৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে নিরবিচ্ছিন্ন কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের উদ্বোধন উদ্বোধন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মুমিনুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা বিএমএ এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নাদিম সরকার, আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. নাহিদ ইসলাম মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল জাকের জঙ্গি সহ অন্যান্যরা।
এটি চালু হওয়ায় সদর হাসপাতালের করোনা ইউনিটে নিরবিচ্ছিন্ন ভাবে ৫০ জন রোগী কে অক্সিজেন সরবরাহ করা যাবে এবং ৫৬৪৪ লিটার লিকুইড অক্সিজেন মজুদ করে ১৩ দিন পর্যন্ত ৫০ জন রোগী কে অক্সিজেন সরবরাহ করতে পারবেন বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
০ টি মন্তব্য