আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

সদর হাসপাতালে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির করোনার চিকিৎসা সরঞ্জাম প্রদান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীদের উন্নততর সেবা দিতে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। প্রথম ধাপে গতকাল সোমবার ৬টি মিনি ভেন্টিলেটর বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার মেশিন হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করা হবে সমিতির পক্ষ থেকে। 

বেলা সাড়ে ১১টায় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সদর হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাহিদ ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএ’র সভাপতি ডা. দুররুল হোদা ও সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল সাকের জ্যোতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবদুল জলিল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ ও নির্বাহী সদস্য সৈয়দ নাজমুল ইসলাম মানিক। 

এ সময় বক্তারা করোনা রোগে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম দেয়ায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের সহায়তা কামনা করেন। পাশাপাশি করোনা রোগের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে নিশ্চিত করতে সরকারের কাছে জোরোলো দাবি জানান। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ