চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ
- ২৬শে মে ২০২১ রাত ০৮:২৫:৪৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ চরম আকার ধারণ করেছে। আজ বুধবার ২৬ মে আরো ৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন শনাক্ত হয়েছে। গত ২২ ও ২৩ মে নমুনাগুলো সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
শনাক্তদের মধ্যে ২০জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। এছাড়া নাচোলের ০৯ জন , গোমস্তাপুর ০২ ও ভোলাহাটের০২ জন শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের লকডাউন কঠোর ভাবে পালিত হচ্ছে।
০ টি মন্তব্য