আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা ২৩ জনের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে  শনিবার ভারত থেকে আরো ২৩ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে এ বন্দর দিয়ে শনিবার বিকেল পর্যন্ত ৬০ জন বাংলাদেশে প্রবেশ করলেন। 

ভারত থেকে ফেরা এ ৬০ জনের মধ্যে মো. দিলবার আলী মৃধা নামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি রাজশাহী সদরের বাসিন্দা। তিনি গত ১৯ মে ভারত থেকে সোনামসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সোনামসজিদ জেলা পরিষদের ডাকবাংলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে অবস্থান করছিলেন। তবে করোনা শনাক্তের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন। 

সিভিল সার্জন জানান, সোনামসজিদ দিয়ে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৩ জন বাংলাদেশী ভারত থেকে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ফিরেছে। ভারতফেরতরা সবাই করোনার নেগেটিভ সনদ এনেছে। তবে গত ১৯ মে ভারতফেরত একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি আরো জানান, ভারতফেরত ৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি এদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ