আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার শিক্ষা সফর ও সাহিত্য আড্ডা

মেহেদি হাসান

জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শিক্ষা সফর ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মে নাচোল উপজেলার টিকইল গ্রামের আলপনা গ্রামের স্থপতি দিঘন বালার বাড়িতে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুর পরিকল্পনায় ও নির্বাহী সদস্য সাংবাদিক মেহেদি হাসানের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডর সভাপতিত্বে সাহিত্য-আড্ডায় প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের।

সাহিত্য আড্ডায় সাহিত্যের বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইসরাইল হক, কবি সাইফুল মতিন, কবি শমশের আলী, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক কবি ও সাংবাদিক আমিনুল ইসলাম তন্ময়, মোঃ আফসার আলী, ডা. আখতারুজ্জামান মন্টু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, আব্দুল্লাহ হাসান বাবি, শহিদুল ইসলাম শহিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ, কোষাধ্যক্ষ সেফালি খাতুন, সদস্য মোস্তাক হোসেন, চিত্রশিল্পী রিমা বর্মণ প্রমুখ। 

সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি করেন সাংবাদিক  মেহেদি হাসানের সহধর্মিনী শিরিন শিলা।

সাহিত্য আড্ডা শেষে জাতীয় সাহিত্য পরিষদের সদস্যরা নাচোল উপজেলার সরলা গ্রামে দীর্ঘ ৫শ’ বছরের ঐহিত্যবাহী তেতুলগাছ ও তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের  স্মৃতিস্তম্ভ পরিদর্শন  শেষে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম উপস্থিত ছিলেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ