আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

শিবগঞ্জ ও নাচোলে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের আবদুল সাত্তারের ছেলে জালালউদ্দিন, গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী আজিরন বেগম রহিমা (২৫) ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের ওবাইদুরের মেয়ে মারুফা খাতুন (১০)। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা থেকে ধান নিয়ে আসার পথে রাস্তায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। একই সময় বাড়ির পাশে সন্তানরা খেলা করছিল। এ সময় আজিরন বেগম সন্তানদের ডাকতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আজইর গ্রামের ওবায়দুর রহমানের ১০ বছরের শিশুকন্যা মারুফা খাতুন বাড়ির পাশে নিজ আম বাগানে আম কুড়াতে গেলে এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কসবা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ