২৫ মে থেকে চাঁপাইনবাবগঞ্জে চালু হচ্ছে ‘ ম্যাংগো স্পেশাল ’ ট্রেন
- ১৭ই মে ২০২১ সন্ধ্যা ০৬:৩১:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
আম ব্যবসায়ী ও ভোক্তাদের সুবিধার্থে ২৫ মে থেকে চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন ।
সোমবার বিকেলে নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রেম্যাংগো স্পেশাল ট্রেন বিষয়ক একটি মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা জানান, “গতবারের মতো এবারো রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় খুব অল্প সময়ে আম পৌঁছে দেয়ার জন্য চলতি মাসের ২৫ মের দিকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে । এজন্য পাঁচটি ওয়াগনে যাবে রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন ।
ট্রেনটি চাঁপাই নবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে ছেড়ে যাবে এবং ঢাকায় রাতে ২টার দিকে পৌঁছাবে ।
‘গতবারের মতো এবারো প্রতি কেজি আমের পরিবহন মূল্য ১টা ১৭ পয়সা ধরা হয়েছে । ক্যারেট প্রতি লেবার খরচ ধরা হয়েছে ১০ টাকা । এটি নির্ধারিত। কোনো শ্রমিক বেশি নিলে বা কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবার রেলওয়ের প্রত্যেকটি লেবারকে নির্ধারিত লাল রঙয়ের পোশাকও দেয়া হয়েছে।’
এবার শুধু আমই নয়, আমের সঙ্গে শাকসবজি ও অন্যান্য ফল-ফলাদিও এই স্পেশাল ট্রেনে করে পাঠানো হবে। আমের মৌসুম পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গৌরব কুমার কুণ্ড, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম ট্রাফিক ইন্সপেকটার এ কে এম নুরুল আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক