আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

ভোলাহাট কাঁপানো হনুমানটি অবশেষে ধরা পড়ল গোমস্তাপুরে- আহত ৯

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কাঁপিয়ে হনুমান গত ১৫ মে শনিবার গোমস্তাপুরে প্রবেশ করে। এখানে হনুমানের আঘাতে ৯ জন আহত হয়েছেন। অবশেষে  রোববার দুপুরে তাকে ধরা গেছে। হনুমানটিকে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে কর্মকর্তারা নিয়ে গেছেন।

দলছুট এই হনুমানটি গত শনিবার সকালে ভোলাহাট থেকে গোমস্তাপুরে আসে। গত দুই দিনে এখানে তার আক্রমণে রেলকর্মীসহ ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত কয়েকজন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

গোমস্তাপুর উপজেলা বন কর্মকর্তা একেএম সারোয়ার জাহান জানান, শনিবার সকালে দলছুট হনুমানটি ভোলাহাট উপজেলা থেকে রহনপুর পৌর এলাকায় প্রবেশ করে অবাধে ঘোরাফেরা করছিল। বিকেলে আলিনগর ইউনিয়নের কয়েকটা গ্রাম ও বিলের আশপাশে তাকে বিচরণ করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে কামড় দিয়ে আহত করে।  রোববার সকালে পুনরায় আলিনগর ইউনিয়নে বিচরণ করার সময় কয়েকজনকে কামড় দেয়। খবর পেয়ে উপজেলা বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় হনুমানটিকে পর্যবেক্ষণে রাখে। পরে হনুমানটি রহনপুর রেলস্টেশনে এসে আশ্রয় নেই। এ সময় রহনপুর রেলওয়ের কর্মচারী বাবলু ও ট্রাকচালক বুদ্ধুকে আহত করে। 

সারোয়ার জাহান বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, রহনপুর পৌর মেয়র, ও গোমস্তাপুর থানা পুলিশকে অবহিত করা হয়। এছাড়া রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হলে তারা দুপুরে রহনপুর থেকে দলছুট হনুমানটিকে উদ্ধার করে রাজশাহী নিয়ে যান।

এর আগে হনুমানটিকে বিরক্ত না করতে ও জনসাধারণকে সাবধানে চলাচল করার জন্য রেলস্টেশন এলাকায় মাইকিং করে রহনপুর পৌর কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে রাজশাহীর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে দলছুট হনুমানটিকে ধরতে  রোববার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর পৌনে ২টার দিকে হনুমানটিকে রেলস্টেশনের একটি চায়ের দোকান থেকে ধরা হয়। তিনি জানান, উদ্ধার হওয়ার হনুমানটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, হনুমানটি বেশ কয়েকদিন আগে ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। সেখান থেকে মোটরসাইকেলযোগে ভোলাহাট যায়। সেখানে হনুমানের আক্রমণে ইউপি সদস্যসহ অনেকেই আহত হন। পরে হনুমানটি গত শনিবার গোমস্তাপুর উপজেলায় আসে। এখানে তার আক্রমণে ৯ জন আহত হন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ