জেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারালেন ৪ জন
- ২৮শে এপ্রিল ২০২১ ভোর ০৫:২২:৫১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন ৪ জন। এমতাবস্থায় এখন আরও সতর্ক ও সজাগ হবার জোর গুরুত্ব দিয়েছেন সমাজের বুদ্ধিজীবীসহ সূধি মহল। জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, জেলার ধান, চাউল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক করোনায় দ্বিতীয় ঢেউয়ে প্রথম মৃত্যু বরণ করেন। তিনি মারা যাবার ৫ দিনের মাথায় তার সহধর্মিণী শমীম আরা হকও মারা যান।
শামীম আরা হক ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত এক সপ্তাহ থেকেই আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। মোজাম্মেল হকের ভাই চেম্বারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে মারা যান ব্যবসায়ী মোজাম্মেল হক।
এদিকে করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির পর সোমবার মারা গেছেন,শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বাসিন্দা জিল্লুর রহমান।
অন্যদিকে আরেক জনকে উপসর্গ নিয়ে ভর্তির পর রাজশাহী পাঠানো হলে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইজপুর বটতলা হাটের মতিউর রহমানের স্ত্রী রোকেয়া বেগম রাজশাহীতেই ইন্তেকাল করেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনায় মারা গেছেন, অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১জন ও শিবগঞ্জ উপজেলায় ১জন মারা গেছেন। ২ জনই করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।
০ টি মন্তব্য