চাঁপাইনবাবগঞ্জে ২৭টি নমুনার পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
- ২৬শে এপ্রিল ২০২১ রাত ১২:৪৬:১৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে আরো ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা ১১৫ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার শুরু থেকে এ নিয়ে জেলায় মোট ৯৪৫ শনাক্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৫ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১১৫ জন।
আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা ২৭টি নমুনার পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় রোববার সকাল থেকে তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।
সিভিল সার্জন আরোও জানান, জেলার ৫টি উপজেলায় করোনা ভাইরাসের প্রথম ডোজের ৯৮ হাজার ৫২৪ জন টিকা নিয়েছেন এবং নিবন্ধন করেছেন ৬০ হাজার ৪০৭ জন। শনিবার পর্যন্ত করোনা ভাইরাসের ২য় ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৯৮২ জন।
০ টি মন্তব্য