চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত
- ২৪শে এপ্রিল ২০২১ রাত ১২:৫৮:২৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
কোভিড-১৯ করোনা ভাইরাসে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত হয়েছে। নতুন শনাক্তরা হচ্ছে - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাসপাতাল মোড়, শিবতলা, শাহিবাগ। পৌর এলাকার পাঠানপাড়া, নয়াগোলা, স্বরুপনগর, দ্বারিয়াপুর, রেহাইচর, কালুপুর চৌহদ্দিটোলা, দিনানাথপুর, দেওয়ান জাইগির, বালিয়াডাঙ্গা, মহারাজপুর, আতাহার এলাকার বাসিন্দা।
এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১০৫ জন রোগীর মধ্যে ৮৩ জনই সদর উপজেলার। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪টি নমূনার পরীক্ষায় ১৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৯৩৬ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। আর করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে গত বৃহস্পতিবার আরও ১ জনের মারা গেছেন।
এনিয়ে জেলায় মারা গেলেন ১৫ জন আর চিকিৎসাধীন রোগি আছেন ১০৫ জন। কাজেই এ ভয়াবহ পরিস্থিতিতে সরকারি নির্দেশ মানা ও মাস্ক ব্যবহার করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে।
০ টি মন্তব্য