আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক আর নেই

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী হক অটো রাইস মিলের ম্যানেজিং ডাইরেক্টর ও চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলির বড় ভাই মোজাম্মেল হক (৬৬) আর নেই । ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকলেও সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গত ১৩ এপ্রিল তিনি চাঁপাইনবাবগঞ্জে করোনার নমুনা দেন এবং গত ২০ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে । চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ এরফান আলী জানান, মোহাম্মদ মোজাম্মেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ীদের একজন যোগ্য অভিভাবক ছিলেন ।  তাঁর মৃত্যুতে আমরা একজন যোগ্য ব্যবসায়ী ও অভিভাবক কে হারালাম। বৃহস্পতিবার ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় মোজাম্মেল হকের বাড়ি সংলগ্ন চাতালে প্রথম জানাজা ও মোজাম্মেল হকের গ্রামের বাড়ির নামোশংকরবাটি ভাদুড়ীর স্কুলের গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ