প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ এর সভাপতি নির্বাচিত হওয়ায় ইবিএইউবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
- ৯ই এপ্রিল ২০২১ রাত ০৮:১৩:২২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডি-৮ (উন্নয়নশীল দেশ গুলোর শীর্ষসংস্থা) এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম প্রধানদেশ- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান,মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়।
এক অভিনন্দন বার্তায় ইবিএইউবি উপাচার্য বলেন, আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছরে ২০২১ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ এবং ডি-৮ জোটে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া- এই অর্জনকে আরো মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ করেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি, ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্যও সার্বিক মঙ্গল কামনা করেন।
০ টি মন্তব্য