চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের দোকানপাট খুলে দেওয়ার দাবি
- ৬ই এপ্রিল ২০২১ বিকাল ০৫:৫০:০০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনেও ব্যবসায়ীদের রক্ষার্থে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় শহরের নিউমার্কেট চত্বরে শহরের দোকান পাট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়ার দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হোসেন রুনু মিয়ার সভাপতিত্বে সভায় নির্দিষ্ট সময়ের জন্য মার্কেট গুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ক্লাব সুপার মার্কেট সমিতির আহব্বায়ক মোঃ সেলিম রেজা, শহীদ সাটু হল( এ ব্লক) মার্কেট সমিতির সভাপতি শওকাত হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, নিউমার্কেট সমিতির সভাপতি মুখলেসুর রহমান, শহীদসাটু হল মার্কেট সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্লাব সুপার মার্কেটের নবনির্বাচিত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জাভেদ আখতার।
ব্যাবসায়ী নেতৃবৃন্দ বলেন স্বাস্থ্য বিধি মেনে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের মার্কেট গুলো খুলে দেওয়ার দাবি জানান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা চেম্বারের সাথে দোকান খুলার ব্যাপারে সাক্ষাৎ এবং আগামীকাল বুধবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন মার্কেটের সাধারণ দোকান মালিক ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য