জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিউইয়র্কের ইকোনমিক মিনিষ্টার হলেন সাবেক ডিসি
- ২রা এপ্রিল ২০২১ বিকাল ০৫:০০:২৯
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ডিসি মো. মাহমুদুল হাসান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিউইয়র্কের ইকোনমিক মিনিষ্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন। 
ন্যায়পরায়নতা, সততা, নম্রতা-ভদ্রতা সর্বোপরি মেধা ও মননের সম্মান পেলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ ব্যক্তি। চাঁপাইনবাবগঞ্জের ডিসি থাকা কালীন সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সাবেক ডিসি মাহমুদুল হাসান। 
তিনি চাঁপাইনবাবগঞ্জ থাকাকালীন  বৃক্ষ রোপন, গরীব অসহায় মানুষদের ঘরের ব্যবস্থা করা, খেলাধুলার উন্নয়নসহ নানা রকম উন্নয়ন মূলক কাজের সাক্ষী হয়ে থাকবেন মাহমুদুল হাসান। 
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ব্র্যান্ড হিসেবে আমকে জেলার প্রধান লগো ও ফল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে তার অবদান অপরিসীম। জেলায় প্রথম বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে আম কেন্দ্রিক বড় অনুষ্ঠান এ ম্যাংগো ফেস্টের আয়োজন সাবেক ডিসি মাহমুদুল হাসানের উদ্যোগে আয়োজন করেছিলেন।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য