আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে গৌড় বীথিকা-র মোড়ক উন্মোচন
- ২৭শে মার্চ ২০২১ রাত ১১:১৪:৩৭
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,মহান স্বাধীনতার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে গৌড় সাহিত্য পরিষদের আয়োজনে গৌড় বীথিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে মাওলানা ফারহাত সিদ্দিকীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
ছিলেন, সাংবাদিক মাহবুুব আলম, সাংবাদিক জোনাব আলী, কবি জালাল উদ্দীন
সিদ্দিকী, আলমগীর কবির, ডাঃ মোঃ আব্দুস সামাদ, এ টি এম শহিদুল আলম
(তালেব), এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য