স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ফেডারেশনের জাতীয় পতাকা বিতরণ
- ২৬শে মার্চ ২০২১ রাত ১২:৩৬:০০
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সনাতন ফেডারেশন বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানে ১০০ জাতীয় পতাকা বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃনাল কান্তি পাল, সভাপতি, বাংলাদেশ সনাতন ফেডারেশন, তরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সনাতন ফেডারেশন, মাহান্ত হলদার, উপদেষ্টা, বাংলাদেশ সনাতন ফেডারেশন, বিকাশ চন্দ্র সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সনাতন ফেডারেশন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য