চাঁপাইনবাবগঞ্জে মঞ্চস্থ হলো ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ গীতিনাট্য
- ২৫শে মার্চ ২০২১ রাত ০৯:২৪:০৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে।’ মহান স্বাধীনতাযুদ্ধে যশোর রোডের শরণার্থীদের যুদ্ধবিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন এই কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।
সেখানে বাঙালিদের ওপর ব্রিটিশদের নির্যাতন থেকে শুরু করে ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তযুদ্ধইতিহাস ও যুদ্ধকালীন সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনাপ্রবাহের প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে আন্দোলিত করে।
এটি শুধু একটি কবিতাই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও। আর সেই কালজয়ী কবিতা অবলম্বনে গীতি নৃত্যনাট্য মঞ্চায়ন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী।
নাটকটির সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল ,কোলিওগ্রাফি দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা অ্যাক্যাডেমির নিত্য প্রশিক্ষক গৌরি চন্দ্র সিতু, ল্যাডলি মোহন মৌত্র।
নাটকটি দেখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য