আজ শুক্রবার, ২৭শে আষাঢ় ১৪৩২, ১১ই জুলাই ২০২৫

মহানন্দা নদীতে নৌকায় গাওয়া হলো দেশের গান

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নৌকা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানন্দা নদীতের এর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং বাস্তবায়ন করে জেলা শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, বিকেলে খালঘাট থেকে নৌকা র‌্যালিটি শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর কাছে এসে শেষ হয়। নৌকা র‌্যালিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

এ সময় শিল্পীরা গম্ভীরা ও দেশের গান পরিবেশন করেন।অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গম্ভীরা ও দেশের গান পরিবেশন করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ