আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

ড. এমরানের প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু,বঙ্গভাষা ও বঙ্গমুক্তি গ্রন্থের মোড়ক উন্মোচন

মেহেদি হাসান

শাহনেওয়াজ দুলালঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ড. এমরান হোসেন রচিত গ্রন্থ " প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু,বঙ্গভাষা ও বঙ্গমুক্তি " গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার  সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু,জেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ।

অনুষ্ঠানের শুরুতেই বইটির লেখক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ  ড. এমরান হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  জিয়াউল হক, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক সিরাজ উদ্দিন, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক নওশাবা  নেহা। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নামোশংকরবাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন ।  এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ