নশিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- ২২শে মার্চ ২০২১ সকাল ১০:৩০:৩৩
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
শাহনেওয়াজ দুলাল : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর ঘোষপাড়ায় বিকাশ ঘোষ ও লক্ষী ঘোষের ছেলে আকাশ ঘোষ (২০) নামে এক যুবক নিজ বাসভবনে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে ঘটনাটি জানতে পেরে সদর মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে  সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে । এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য