আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

মহানন্দা তীরে হয়ে গেল বর্ণিল ঘুড়ি উৎসব

মেহেদি হাসান

মহানন্দা তীরে  হয়ে গেল  বর্ণিল ঘুড়ি উৎসব। পড়ন্ত বিকেলের সোনালী রোদে নদী তীরে উড়ছে নানা রঙের ঘুড়ি। মহানন্দা সেতু সংলগ্ন দৃষ্টি নন্দন পার্কে বেড়াতে আসা ভ্রমণপিয়াসীরা উপভোগ করছেন রঙ-বেরঙের ঘুড়ির খেলা। নদী তীরের পুরো  আকাশ যেন ঘুড়ির মিছিলে ছেয়ে গেছে। 

এই ঘুড়ি উৎসবে শামিল হয়ে শৈশবের মধুর স্মৃতি রোমন্থন করতে সেতুতে ঘুরতে আসা  এমন প্রিয় মানুষ জন মাতোয়ারা হয়ে উঠেছেন। আয়োজকরা জানালেন বাঙালির ঐতিহ্যবাহী প্রথা ঘুড়ি ওড়ানোকে ধরে রাখতে এবং আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের এই প্রয়াস।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন ২০২১ উপলক্ষে ঘুড়ি উৎসবের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ।  উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সহধর্মিনী রওনক আরা খানম। 

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা  হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ জামান (উপসচিব), সদর উপজেলা নির্বাহি অফিসার নাজমুল ইসলাম সরকার জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরসহ জেলা ও  উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। 

ঘুড়ি উৎসব দেখতে আসা শিক্ষার্থী মাসুদ রানা বলেন এটি অবশ্যই একটি অন্যরকম আয়োজন যেখানে সব বয়সী মানুষ একটি মিলনমেলায় পরিণত হয়েছে।

 ঘুড়ি নিয়ে আসা সরকারি অফিসের এক কর্মচারী  আয়োজকদের ধন্যবাদ দিয়ে জানান, একদিনের জন্য হলেও আমাদের ছোটবেলার স্মৃতি কে মনে করিয়ে দিয়েছে এই উৎসব । 

ঘুড়ি উৎসবে দুইটি ক্যাটাগরিতে সৌন্দর্য  ও পারফরম্যান্স । সৌন্দর্য ইভেন্টে প্রথম স্থান অধিকার করে জেলা খেলোয়ার কল্যান সমিতি, দ্বিতীয় স্থান অধিকার করে  প্রয়াস ফোক থিয়েটার ও তৃতীয় স্থান অধিকার করে এসি ল্যান্ড অফিস । পারফরম্যান্স ইভেন্টে প্রথম স্থান অধিকার করে আনার আলী, দ্বিতীয় হোসেন আলী তৃতীয় মতিউর রহমান।



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ