আদিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ১৮ই মার্চ ২০২১ সন্ধ্যা ০৬:১৭:৫৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : অদ্য মঙ্গলবার ১৮ মার্চ ২০২১ খ্রী. বেলা ০৩ টার সময় গোদাগাড়ী উপজেলার ২নং মোহনপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত বাবুডাইং প্রথম আলোর পাঠশালা প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী ও শিক্ষা উপকরণ ১৩০ টি আদিবাসী হত দরিদ্র পরিবারের মাঝে ‘ইর্মাজেন্সী রিলিফ প্রোগ্রাম কোভিড-১৯ ফর বেনেফিশিয়ারিজ (স্টুডেন্ট্স এন্ড ফ্যামিলিজ)’ প্রকল্পের আওতায় ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রেভুলেশন (এনএজিআর) নামক একটি বেসরকারি সংস্থা বিতরণ করে এবং স্বাস্থ্য সচেতন বিষয়ক শিক্ষা প্রদান করে।
এই কার্যক্রমটির আওতায় গোদাগাড়ী উপজেলার ২০৪টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্বাস্থ্য বিষয়ে শিক্ষা প্রদান করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, আলু, ডাল, তেল, সাবান ও মাস্ক এবং শিক্ষা উপকরণের মধ্যে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু, আমনুরা লুথারেন মিশন হাসপাতালের স্বাস্থ্য সহকারী সিমিয়ন কিস্কু, গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডু, মাধব কোল সরেন প্রমূখ।
এসময় খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, একটি সাবান ও দুটি মাস্ক দেয়া হয়। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে শিক্ষা উপকরণ হিসেবে তিনটি খাতা, দুটি কলম ও একটি পেন্সিল দেয়া হয়।
০ টি মন্তব্য