আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ পালন করলো ইবিএইউবি”

মেহেদি হাসান

১৭ মার্চ ২০২১ তারিখে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোকসজ্জা, কেকটাকা, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। ভোর ৬.১৪ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য-এর নেতৃত্বে একটি র‌্যালীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্প¯তবক অর্পণ করা হয়। দিবসটি উদ্যাপন কমিটির আহŸায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১১ঘটিকায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী স্মরণে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।

“উচ্চ শিক্ষার মাধ্যমে উন্নত ক্যারিয়ার গঠন” বিষয়ে নগদের হেড অব সেল্্স, শেখ আমিনুর রহমান তার বক্তব্য উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিএইউবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  মোঃ তাজকিরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার,  এ.এইচ.এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর  মনোয়ারা খাতুন। 


 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ