আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

মেহেদি হাসান

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শত জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকার-বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন এবং তোপধ্বনী করা হয়।   বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশাল কেক কাটা হয়। এসময় কেক কেটে বীর মুত্তিযোদ্ধা এবং ক্ষুদে শিশুদের খাওয়ানো হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ সাটু হল এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন  জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির উজ জামান এবং এবং  জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। 


এসময় পুলিশের সশস্ত্র দল গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,  জেলা দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল আদালত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সদর উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন অফিস, সড়ক ও জনপথ বিভাগ, ডাক বিভাগ, বিআরটিএ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রাণী সম্পদ দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ,  জেলা মৎস্য দপ্তর, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সমাজসেবা দপ্তর, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক করে। 

এদিকে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর  পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ  মোখলেসুর রহমান,  জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোঃ এরফান আলী। আলোচনা  শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের  কেক কাটেন নেতৃবৃন্দ। এরপর বর্ণাঢ্য  শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ। 

দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ জামান, বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

এরফান গ্রæপ ঃ এরফান গ্রæপের আয়োজনে ১৭ই মার্চ সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করেন এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। বিকেলে এরফান গ্রæপ জামে মসজিদে বঙ্গবন্ধু’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন, এরফান গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুদ্দিন (হাজি বাবলু)।

চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতিঃ বঙ্গবন্ধু’র ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আসন্ন ১৪নং ধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী মতিউর রহমান মতির আয়োজনে ধাইনগরে জন্ম দিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ