আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইন ও ইয়াবাসহ আটক ১

মেহেদি হাসান

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ২ কেজি হেরোইন ও ১ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তি হচ্ছে গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (১৮)। ১৪ মার্চ দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র গোদাগাড়ী বিওপির একটি টহল দল এই হেরোইন ও ইয়াবাসহ তাকে আটক করে।
৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মাঝহারুল ইসলাম বলেন, “নিরাপদ সীমান্ত চাই” এই স্লোগানকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্ত রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে। মাদকদ্রবের উপর “জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তা প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এছাড়া অবৈধ অস্ত্র, অন্যান্য চোরাচালানী মালামাল, অনুপ্রবেশ, নারী ও শিশুপাচার রোধসহ আন্তঃরাষ্ট্র যে কোন সীমান্ত সমস্যা মোকাবেলার মাধ্যমে বিজিবি আজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখছে। একই সাথে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জান-মাল রক্ষায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ রবিবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী বিওপির একটি টহলদল নায়েব সুবেদার আনোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৪১/২ এস হতে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার মাদারপুরে চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে মো. আশরাফুল ইসলামকে ২ কেজি হেরোইন ও ১ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ