আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

মহারাজপুর ইউপি চেয়ারম্যান বুলির পদ শূণ্য- গেজেট করতে নির্দেশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।  ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের ৯ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব দিলে সরেজমিন তদন্ত উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায়  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায় চেয়ারম্যান এজাবুল হক বলির বিরুদ্ধে প্রকল্প কমিটির সভাপতি হিসাবে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ , কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাব নির্মাণে অনিয়ম, কর্মদক্ষতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের সভাপতির নামে অর্থ উত্তোলন, সরকারি অর্থে উন্নয়ন কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে ৯ জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব দেয়। 

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এজাবুল হক বুলির পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী ঘোষণা করা হলো । উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ