আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত-১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর পর্যন্ত পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মৎস্য বিভাগ। জাটকা সংরক্ষণের লক্ষে বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলকালে প্রায় ৫ হাজার মিটার লম্বা ১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ টাকা। এ সময় কোনো জাটকা পাওয়া যায়নি। তবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজন জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত জালগুলো সুলতানগঞ্জ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ