আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

আজ শুক্রবার রহনপুরে আসছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম

মেহেদি হাসান

আজ শুক্রবার সরকারি সফরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে আসছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। আগামীকাল সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর রেলস্টেশনে বিকেল ৩টায় উপস্থিত হবেন। সেখানে স্থানীয় আওয়ামলী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হবে। রেলমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রহনপুরে সাজ সাজ রব উঠেছে।
রেলমন্ত্রীর আগমন উপলক্ষে সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ রেলস্টেশনে প্রস্তুতির খোঁজখবর নেন।
এদিকে স্থানীয়ভাবে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের কাছে রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তর, রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধি, রেলস্টেশনের আশপাশে অবৈধ দখলে থাকা রেলওয়ের জায়গা দখলমুক্ত করে ভারত থেকে আসা মালামাল খালাসের ব্যবস্থা, ঈশ্বরদী-রহনপুর রুটে বন্ধ থাকা লোকাল ট্রেনসহ সব ট্রেন পুনরায় চালু করা, রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল মৈত্রী ট্রেন, রহনপুর থেকে ঢাকাগামী ট্রেনের বরাদ্দকৃত টিকিট দেয়াসহ আরো বেশ কিছু দাবি জানানো হবে বলে জানা গেছে।
রেলমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রেলসচিব, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ