আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

‘জাগো নারী বহ্নিশিখার আন্তর্জাতিক নারী দিবস পালন

মেহেদি হাসান

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।  বিকেল সাড়ে চারটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। সংগঠনের আহবায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ননবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ইসরাইল সেন্টু,  নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ বেগম, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সহকারী শিক্ষক শিরিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জুডো কারাতে একাডেমির শিক্ষার্থী তাহসিন মিম, ফাওজিয়া আবিদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি ওজিফা খাতুন, সসহসভাপতি মারিয়া হাসান প্রমূখ।  কবিতা আবৃত্তি করেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা খাতুন। শেষে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়া কারাতে একাডেমির  আটজন সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ