আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রোগী সনাক্ত ও ফ্রি চিকিৎসা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রোগী সনাক্ত ও ফ্রি চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে  চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন( বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. দুররুল হোদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসানুল মবিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল। সংক্ষিপ্ত আলোচনা শেষে ডায়াবেটিস সনাক্ত ও ফ্রি চিকিৎসা করেন ডা. দুররুল হোদা। ডা. দুররুল হোদা জানান, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে জেলার ৫ উপজেলায় বিভিন্ন জায়গায় দুই সপ্তাহ পরপর যাদের ডায়াবেটিস আছে হয়তো বুঝতে পারেনা বা ৪৫ বছরের উদ্ধে যারা কোন চেক আপ করেনি তাদের ফ্রি চেক আপ ও চিকিৎসা করার উদ্যোগ গ্রহন করেছে ডায়াবেটিক হাসপাতাল। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ