চাঁপাইনবাবগঞ্জে টোল প্লাজায় ট্রাক
- 19 February 2021 22:36 PM
- চাঁপাইনবাবগঞ্জ সদর
- ডেস্ক নিউজ

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) টোল ঘরের ভেতর একটি ট্রাক ঢুকে পড়ে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ট্রাকটি গতিবেগ হারিয়ে টোল ঘরে ঢুকে যায়। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতুর বারঘরিয়ার দিক থেকে সেতু পার হয়ে টোল দেয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটির ব্রেকে কাজ না করায় চালক গতি হারিয়ে ফেলে। ফলে ট্রাকটি বাম দিকে চেপে গিয়ে টোল প্লাজার অফিস ঘরে ঢুকে যায়। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। এঘটনায় টোল আদায়কারীসহ অন্যান্যাদের মাঝে আতংকের সৃষ্টি হয়। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটা দুর্ঘটনা নয়, ট্রাকটির একটি চাকা রাস্তা হতে নীচে নেমে গেলে নিয়ন্ত্রন হারিয়ে টোল ঘরের পিলারে ধাক্কা মারে। এতে পিলারটি ভেঙ্গে যায় এবং ট্রাকটিও ক্ষতিগ্রস্থ হয়।
০ টি মন্তব্য